কোন লাভ হবেনা
বেদনাকে বেধোনা,
সুখ সে তো ক্ষণস্থায়ী
দু:খ সর্বগ্রাসী স্থায়ী স্বভাবে,
বাঁধন খুলে সে বের হবে |

সমগ্র যাত্রায় 
সুখ থাকে অল্প মাত্রায়,
দু:খের গল্প বিশাল দীর্ঘ
কখন ও সেটাই হয়ে থাকে
জীবনের অর্ঘ্য |

না বলা কথা বলা 
দু:খের পথচলা,
বিশাল বৃহৎ  বহমান নদী
বইছে সদা প্রমত্ত সর্বনাশা
অদ্যাবধি |