শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

বিরহ টুকুই থাকে


তুমি-বিহীন একটুখানিই
সবটুকু নিয়ে পুড়ে ,
গভীর থেকে টানে
একটুতেই ভীষন  ব্যাথা জোরে,

মনে হয় কেন সবটুকুই যেন
শুধুই আমার,
মিছে এই ভাবনা সবটুকু হয়না
মনেতেই থাক যৌথ-খামার,

মানিনা সম কি অসম
প্রেমটুকুই শাশ্বত,
কষ্টের আচে বিরহে সে বাঁচে
 বিধি চিরাচরিত |

অসম প্রেম বাড়ে সমানে
পোক্ত বৃক্ষের মত প্রমাণে,
শিকড় শক্ত হয়ে গাথে
তবুও বিরহটুকুই থাকে সাথে সাথে |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন