সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

মন কাঁদে শুধু তার লাগি


  ১)
উপায়হীন জানি
তবুও কেন বার বার
ডেকে আনি,
কাঁদে হৃদয়
ব্যগ্র অতিশয় ,

শূন্য এ ঘর
অন্ধকারে দিনভর
পুরিল সাধ
তবুও সুখের আবাদ
ছেড়ে যায় সব প্রবাদ ,
ঐ-তো উঠেছে চাঁদ ।

মায়ার সুধায় ডুবি
তোমায় খুঁজি
সকাল সন্ধ্যা নিরবধি ।

অথৈ সাগর
হাত ধরো নাগর
হাহুতাশ ফাঁপর
বুকের পাঁজর ।



  ২)

কে তুমি সখা
হঠাৎ দিলে দেখা
পান করালে অলৌকিক রস
তাতেই হলাম বশ,

তাতেই হল সাড়া
তাতেই ছন্নছাড়া
দিয়েছে নাড়া
মনেতে আনন্দধারা ।

কিভাবে কেমনে
এলে এই মনে,
এক পৃথিবী মায়া দিব
তোমায় দিবে ছায়া |


  ৩)
কেন ধূলিময়
তোমার হৃদয়,
মনের ভিতর
উঠে ঝড়,
উথাল পাথাল
হয় প্রান্তর ।

এসো কর চুম্বন
প্রেমিকের মতন ,
করোনা  বারণ অকারণ
খুব করছি ধারণ ।

উড়ে পাখি আবেগী
তোমার ছোঁয়া ভাবি,
তোমায় শুধু ডাকি
মুখটি  মলিন অতি
তবুও তো ছড়ায় দ্যুতি।

জানি শুধু জানি
তোমার সরল সহজ বাণী,
তোমাতেই ভালবাসা
তোমাতেই হাতছানি,

এক-পৃথিবী মায়ায় ডুবি
একলা একা শুধুই মজি
তোমায় মনে মনে খুঁজি ।

এক পৃথিবী মায়া
এক পৃথিবী ছায়া
রেখো মিশিয়ে
মমতার চাদর বিছিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন