রেশমী চুলের আভা আর স্নিগ্ধতা
জিন্মি হয়ে থাকার মত বন্ধুহীন মরুতায় ,
নাই বা হল আলিঙ্গন নাইবা 
আরতি অর্ঘ্য , 
তবুও  একটু পাওয়া
এই বন্ধু-বিহীনে 
কণ্টকময় পত্র-বিহীন পল্লবে ।


তাকিয়ে থাকি ভিতরের 
ভিতর দুটি প্রাণের 
রচি অনিবার্যতা অবশ্যম্ভাবিতার রচনা,  
মন তুমি পাপ বোধ 
তাপে উত্তাপে নির্ণয়ে যোগফলে
মন মণিকার মৈথুন ।
( তোমাকে অনেক অনেক অনুভব করি, ্তোমার মায়াবী মুখ , সবুজ শাড়ি, লাল টিপ, সবকিছু আমাকে খুব টানে ,  তোমাকে অনেক ভালবাসি )