সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

রঙ শুধু অবয়ব





রঙ টারে কেন ভাবো সব
রঙ শুধু অবয়ব ,
রঙ কে পেতে চাইলে তুমি বোকা
কাছে টেনে নিয়ে তোমায় দিবে ধোঁকা ।

চিনি সাদা লবণ সাদা
একই রকম দেখতে ধাঁধা ,
না চিনলে চিনি নোনা
পিতল হয় সোনা ।

সাদা চিনি সাদা লবণ
তবুও ভোলা মন ,
শত্রু কে ভাবে মিতা
বোঝেনা মিঠা আর তিতা ।


একটা প্রেমের সংগীত





একটা  প্রেমের সংগীত
এতে আনন্দ ধারা আছে নিহিত ,
জীবন শুধু  তুচ্ছ অল্প
তোমার আমার গল্প ।।

কিছু হারান কিছু পাওয়া
জীবন মানে আসা যাওয়া
তবু চুরি করতে হয়
জীবন থেকে সময় ,

কেউ নদীর স্রোত
 কেউ নদীর  কিনারা
পাশে  অবলম্বন অবিরত
 অসহায়ত্বের সাড়া ।

চোখেতে মহাসাগর অতল
ভরে আছে তাতে আশার জল
ঝড় আসে ঝড় চলে যায়
থামিয়ে রাখার নাই উপায় ,

ঠেকাতে অক্ষম
প্রকৃতির অমোঘ নিয়ম ,
মেঘের ঘর্ষনে আসে বিদ্যৎ
শেষ হয় করা যায় না মজুত ,
থাকে তার ছায়া
থাকে শুধু মায়া
হয়ে থাকে দাগ
শুধুই ছায়ার ভাগ ।

Inspired by Anondo Santosh




বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

মুজিববর্ষের ওয়াদা পাশে পাবে সদা




মুজিববর্ষের অঙ্গীকার
পুলিশ হবে জনতার 
মুজিববর্ষের প্রতিশ্রুতি
  বাড়বে সেবার গতি ।

দুষ্টের দমন শিষ্টের পালন
 চিরায়ত  প্রথা  গাঁথা ,
জনবান্ধব আইন
 সবাই  সমান দিবে পেশাদারিত্বের প্রমান ।

নিজ গৃহে আপনজন যেমন 
বিপদে মানুষের সাথে  তেমন,
বিপদে পাশে সদা 
 পুলিশের এই  ওয়াদা, 

রাত অথবা দিন  
পুলিশের সেবা নিন , 
 শ্রদ্ধা সম্মান  বাড়বে সমাজে 
পুলিশের নাম  হবে ভাল কাজে 

 দ্রুত সেবা দেবার অভিনব নানান রাস্তা
বাড়ছে পুলিশের উপর সকলের আস্থা 

মুজিববর্ষের ওয়াদা
 পুলিশ হবে মনেতে সাদা ,
ঘুচাবে মন্দ কালো
 থাকবে যা শুধুই ভাল 

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

তুমি ভাগ্যলিখন



তোমাকে বিশ্বাস করা ছিল ভুল
তবুও হৃদয় জুড়ে সবটুকু দিয়ে,
গেছি একটু একটু এগিয়ে
 শুধু তোমার জন্যই ব্যাকুল ।

তুমি সবচেয়ে আপন
তুমি ভাগ্যলিখন
তুমি সেই ধন দৌলত
অর্জন করে যা করেছি হেফাজত ।

তোমার জন্য অসীম ত্যাগ
চাওয়ার চেয়ে বেশি
ফিরে ফিরে আসি
তোমায় দিতে সবটুকু অনুরাগ ।

পেয়ে তোমায় পেয়েছি সবটুকু আশ্রয়
অথচ ব্যথায় ভরে গেছে হৃদয়,
নেই একটুও অবশিষ্ট
থেকো এই মোহময় আবিষ্ট,

যতই  মন্দ হোক অদৃষ্ট
কথা দাও শক্ত করে হাত ধরে ,
অসহনীয় বেঁচে থাকা তুমিহীন
আমায় ছেড়ে যাবেনা কোনদিন ।

Inspired by Mithoon Sharma .

চোখের নিচে কালো দাগ




ভাবনা পিছে বলে থাক
মন  বলে চলে যাক
আশা যেন নির্বাক  
চোখের নিচে কেন  কালো দাগ ।

দুঃসহ এই দীর্ঘ রাত্রি
 অর্থবহ অনিবার্য সত্যি
রাত কাটে নির্ঘুম
নিশাচর পাখির ধুম ।

পুড়লে কি পাই খুঁড়লে কিছুই নাই
যতটুকু পুড়ে ঠিক তাই ততটুকু জুড়ে শুধু ছাই ,
দগ্ধ সময়ের হয় না ভাগ
চোখের নিচে কালো দাগ ।

যে পোড়ায় সে তো জ্বলে না জ্বালায়
যে নেভায় সে তো থাকেনা পালায় ,
চোখের ভিতর কালো পাখির ঝাঁক
পাখির সাথে উড়তে চোখের নিচে কালো দাগ ।