বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

পুলিশের অবদান বীরত্বগাঁথা আত্নত্যাগের ইতিহাস এবং একটি গান




'রাত্রি তখন প্রথম প্রহর
ডাক দিল এক কনস্টেবল
পাক হানাদার দিচ্ছে হানা
প্রতিরোধ গড়ো পুলিশ দল।

পাগলা ঘণ্টা উঠলো বেজে
পুলিশ ব্যারাক রাজারবাগে
মুক্তিপাগল আম-জনতাও
ওড়ালো লাল-সবুজ পাল।

রুখে দিল পাক সেনাদের
অপারেশন সার্চ লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কালো পঁচিশে মার্চ''



ঠিক এভাবেই আমি ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাত কে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে ফুটে উঠেছে পুলিশের  বীরত্ব ও দেশপ্রেম । বাংলাদেশ পুলিশের চির উন্নত শিরের ঐতিহ্যবাহী শৌর্য বীর্যের ধারক ও বাহক আমাদের মহান মুক্তিযুদ্ধ। জাতির ক্রান্তিকালে এই বাহিনীর ভূমিকা আমাদের অবয়বকে করেছে সমুজ্জ্বল,স্ব-মহিমায় দীপ্তিমান।মহান মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা আমাদের দেশপ্রেমের অভিনব যোজনা এবং তা আমাদের নতুন প্রজন্মের অবশ্যই জানা উচিত যে আমাদের অগ্রজেরা এই দেশ মাতৃকার তরে কি বিশাল ত্যাগ তিতিক্ষা আর দুঃখ দুর্দশা বঞ্চনাকে সাথে করে দেশের জন্যে নির্দ্বিধায় দান করেছেন তাদের মূল্যবান জীবন, সেই সাথে তাদের পরিবারের হতাশা দারিদ্র্যতা জীবন যুদ্ধে টিকে থাকা আমাদেরকে উজ্জীবিত করেছে দেশপ্রেমে যা আমাদের স্বাধীনতা সার্বভৌমটাকে শক্ত ভিত এনে দিয়েছে।





মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও মহান আত্মত্যাগ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে প্রথম যে বাহিনী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ,২৫ শে মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে
এই বাহিনীর সদস্যরা ৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিঃশঙ্ক চিত্তে লড়াই করে প্রাণ দান করেন। এই বাহিনী সম্পর্কে অনেকেই অনেক কথা বলে থাকেন বা ভাবেন, পজিটিভ নেগেটিভ সবই বলা হলেও  এই বাহিনীর এমন গৌরবোজ্জ্বল অতীতের কথা নিশ্চয় অনেকেই জানেন না, হানাদারদের ভারী অস্ত্রের গোলায় ঝাঁঝরা হয়ে গিয়েছিল সবকটি পুলিশ ব্যারাক, অসংখ্য পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন, তবুও কেউ মাথা নত করেনি, এই রাজারবাগ থেকেই শুরু হয় প্রথম প্রতিরোধ যুদ্ধ।তাই তো একজন পুলিশ সদস্য হিসেবে গর্বিত হই এই ভেবে যে আমরাই প্রথম রাজারবাগে সশস্ত্র প্রতিরোধ করেছিলাম সেদিন ঘাতকের বুলেট বুকে নিয়েছিলাম দেশ মাতৃকার তরে, এর চেয়ে মহান আর কিছুই হতে পারে না। 



২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্টে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করি । ফেব্রুয়ারী মাসে ছিল আমাদের যাত্রা, ২৬ শে মার্চে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি প্রতীকি সৌধে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে । এরপরে এক ব্যতিক্রমী আলোচনা সভার আয়োজন করা হয় , ১৮০ সদস্য প্রত্যেকে তাদের নিজ নিজ মুক্তিযুদ্ধ উপলব্ধি বলবেন । যারা মুক্তিযুদ্ধকে সরাসরি প্রত্যক্ষ করেছেন তাদের অনুধাবন এক রকমের আর মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম যারা তাদের উপলব্ধি হচ্ছে- পরিবারে বাবা কিংবা অন্য কেউ মুক্তিযোদ্ধা থাকলে সেটা সম্পর্কে বলা ।

হঠাৎ করে একজনের বক্তব্যতে মনটা কেমন করে উঠল । এএসআই মোহাম্মদ আলী দাঁড়িয়ে বলছেন- স্যার আমার জীবনে বাবার কোন স্মৃতি নাই, আমার বয়স যখন মাত্র ২০ দিন তখন আমার বাবা রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ হন। বাবাহীন অনেকগুলো ভাই বোন নিয়ে তার মায়ের জীবন যুদ্ধের  কথা বলতে থাকেন যা আমাদের সবাইকে ভীষন ভাবে নাড়া দেয় ।

আমি ২৫ শে মার্চের কালরাত নিয়ে বিস্তর পড়াশুনা করতে থাকি ,  মোস্তাক আহমে্দ স্যারের  –'মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ' ডকুমেন্টারী কয়েকবার দেখি । সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটার চেয়ে  বড় ও মহান আর কিছুই হতে পারেনা ।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ও মুক্তিযুদ্ধ নিয়ে কিছু করার প্রত্যয় বুকে নিয়ে কাজ করার আগ্রহে বিষয়টি আমাকে বেশ ভাবিয়ে তুলে , আমি মুক্তিযুদ্ধে পুলিশের এই আত্নত্যাগ ,অবদান ও দেশপ্রেম কে নতুন প্রজন্ম কে  পৌছে দিতে চাই । ঠিক এই প্রত্যয় নিয়ে  পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে গান লিখি যার শিরোনাম -পচিশে মার্চ এবং রক ফরমেটে গানটি গেয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ফিডব্যাক ব্যান্ডের মেইন ভোকাল লুমিন,  গানটির সুর   করেছেন -সাজেদ ফাতেমী, মিউজিক কম্পোজিশন- জে আর সুমন এবং  মিউজিক ভিডিও নির্মান করেছেন সুনামধন্য নির্মাতা    সৈয়দ তানভীর আহমেদ ।



পঁচিশে মার্চ
কথা-দেও্য়ান লালন আহমেদ
সুর- সাজেদ ফাতেমী
কন্ঠ- লুমিন

“Base for all stations of east Pakistan police, keep listening, watch, we are already attacked by the Pak army. Try to save yourself, over

রাত্রি তখন প্রথম প্রহর
ডাক দিল এক কনস্টেবল
পাক হানাদার দিচ্ছে হানা
প্রতিরোধ গড়ো পুলিশ দল।

পাগলা ঘণ্টা উঠলো বেজে
পুলিশ ব্যারাক রাজারবাগে
মুক্তিপাগল আম-জনতাও
ওড়ালো লাল-সবুজ পাল।

রুখে দিল পাক সেনাদের
অপারেশন সার্চ লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কালো পঁচিশে মার্চ।

পুলিশের সাথে মিলল লাখো
মুক্তিসেনা সব বয়সের
ন মাস যুদ্ধে লাখ তিরিশেক
প্রাণ দিল এই বাংলাদেশের।

কনস্টেবল আবদুস সালাম
মহিউদ্দিন   জাহাঙ্গীর
জীবন দিয়ে করল প্রমাণ
তারাই সত্যিকারের বীর।


রুখে দিল পাক সেনাদের
অপারেশন সার্চ লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কালো পঁচিশে মার্চ।

ট্রেসার বুলেট হানছে আঘাত
 আমার সোনার ছেলের বুকে
ফ্লেয়ার ম্যাগনেশিয়াম আলো
নীল আকাশটা দিচ্ছে ঢেকে।

থ্রি নট থ্রির লড়াই চলে
ট্যাংক কামানের গোলার সাথে
মারছে ওরা স্বাধীনচেতা
বাঙালিরাই বা কম কিসে।

রুখে দিল পাক সেনাদের
অপারেশন সার্চ লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কালো পঁচিশে মার্চ।

গানটির ইউটিউব লিঙ্ক- https://www.youtube.com/watch?v=7pmKAGbH4xw




এই গানটি ২৫ শে মার্চের কালো রাত নিয়ে প্রথম কোন গান যা ইতিহাস কে তুলে ধরেছে , যা পুলিশের দেশপ্রেম ও বীরত্ব কে তুলে ধরেছে ।
গত ২৫ মার্চ, ২০১৮   ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে পঁচিশে মার্চগানটির ভিডিও প্রকাশ হয়। ওইদিনই রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় জমকালো প্রকাশনা উৎসব।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ডিআইজি হাবিবুর রহমান, যিনি বাংলাদেশ পুলিশের অন্যতম নীতি নির্ধারক, পুলিশের মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মপরিধি ও কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোক্তা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধ্রব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রব কুমার গুহ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ফিডব্যাকের লাবু রহমান, ফোয়াদ নাসের বাবু, নির্মাতা ফখরুল আরেফিন খান, অভিনেতা ডিএ তায়েব, সাংবাদিক ও কলামিস্ট আলমগীর স্বপন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, শফিক আল মামুন, ডেপুটি সেক্রেটারি মাসুম আহমেদ, মিউজিক ভিডিও নির্মাতা সৈয়দ তানভীর আহমেদ, গায়ক মিজান, লুমিন, সংগীতায়োজক জেআর সুমন। আরো ছিলেন এডিসি সানোয়ার সানী ও গীতিকার পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।


নিউজ লিঙ্ক সমুহ-

গানটি সেই কালরাত নিয়ে: লুমিন

https://www.prothomalo.com/entertainment/article/1456276/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8


‘পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে পুলিশকেই কাজ করতে হলো’

https://www.poriborton.com/song/113870




কালরাতে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে এসপি লালনের গান

https://www.jagonews24.com/entertainment/news/417862


ফিডব্যাকের বাইরে লুমিনের ২৫ মার্চ