রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

চোখেতে জাদু আছে 



সম্মোহনে হারায় জ্ঞান
বিমোহনে বাড়ায়  ধ্যান,
আছেন  সব ,
শুনা যায় কলরব ,

আছেন যত যোগী
সন্ন্যাসী আর সাধু
পেয়েছে  কি এমন মধু
ও চোখে  আছে শুধুই  জাদু ।

যেন উর্ধ্বমুখী দরের
হঠাৎ ছন্দপতনে লেগেছে ধস,
অপলক চোখের বোবা
ভাষায় হলাম বশ ।

অভিন্ন ভাষা নয়
তবুও বোঝে তা সকলে ,
মুখ নেই তবুও তো
কত কত কথা বলে ?

চোখের এই টকু চিরন্তন স্বভাব
মেটায় মনের ভাব,
উষ্ণ আদ্র সিক্ত
প্রকাশ করে মনকে করে ব্যক্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন