বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

বুক তোমার তাজা-ফুল



চোখটা এত ধরেছে
শুধু শুধুই কাঁদায় ,
চেয়ে আছি আমি
আসো একবার বারান্দায় ।

বুক তোমার তাজা-ফুল
হয়েছি বিহ্বল ব্যাকুল,
যেন সুবাস উড়ানো আতর
তাতেই হলাম কাতর ।

মাদকতা ছড়ায় সে ঘ্রাণ
ইন্দ্রিয়তে দেয় শান,
ভাবনাগুলো মানস-পটে
গন্ধ বকুল হয়ে ফুটে ,

খুঁজি চারিদিকে নিচে উপরে
শূন্য বুকে রাতদুপুরে
তোমার ছবি আঁকে
একলা একায় কাঁদে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন