শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

নি:সঙ্গ পাথরের কান্না

  


বিজন ভাবনা প্রেম যাতনা 

শুনতে পাও পাথরের কান্না 

হলুদ হওয়া সবুজ ঘাসে 

মাটিতে জলে বাতাসে ।


উতলা মন অস্থির 

পরম পিপাসায় চৌচির 

কোমলতা শক্তের ভেতর 

স্নেহ মোহ মায়া-হীন পাথর।


যেন সুনীল সুতনু 

হয়েছে বিবর্ণ রংধনু

পরাগ-রেণু উড়ায় না প্রজাপতি

পাথরের বুকে জলের আর্তি।


হয়নি সবুজটুকু ছুঁয়ে দেখা

নি:সঙ্গ পাথর ভীষণ একা

এতো গল্প এতো দ্বিধা সংশয় 

হত যদি সুখের সাথে একটু পরিচয় ।


নীরবে নিভৃতে প্রেম-কাতর 

একটা বিষণ্ণ পাথর  

কুসুম কোমল বুকে 

শক্ত টুকুই পড়ে চোখে।

থাকুক স্নিগ্ধ আবেশ




মেঘের ছায়ায় কাশফুলের শুভ্রতায়

জোছনার আঙিনায় 

কোকিলের কুহুতায় 

ঘাসফুলের বাসনায় 

থাকুক না একটু রেশ 

মনের গোপন আবেশ ।।


যৌথ ঘর ছিল চিরদিন 

মুগ্ধতায় ভরা রঙিন,

জোয়ারের জলোচ্ছ্বাসে 

হঠাৎ গেছে ভেসে ।

 তবু থাকুক একটু রেশ 

মনের গোপন আবেশ ।।


ভেসে গেছে হৃদয় সবুজ আশ্রয়

ভেসে গেছে বুকে ফোটা নীলপদ্ম,

থেমে গেছে স্পন্দন 

যন্ত্রণায় বিঁধে মন স্তব্ধ ।

থাকুক সম্পর্কের স্নিগ্ধতার রেশ 

মনের গোপন আবেশ ।।

মানব না বারণ প্রেমে পড়বই

 

টুকরো টুকরো গল্প কবিতা 

ভরছে খাতার পাতায় পাতায়, 

চোখ বুজলে আঁধারে মুখচ্ছবিটা

 অনুভূত সদা মোহ মায়ায় ।


প্রেমে পড়ব শুনবো না বারণ 

বুকে ধারণ পরিবর্তন  আচরণ,

প্রেম পড়তে লাগেনা কারণ

শুনবো না বারণ 

ফুল কুঞ্জে ভ্রমরা করো না বিতাড়ণ ।।


অচল পাহাড়ের ভেতর কে দিল জল 

যেন উপচে পড়ছে হৃদয়ের সহায় সম্বল 

প্রেম পড়ার হাজার ছল প্রেমের কলা কৌশল 

কারণ ছাড়া কার্য প্রেমে পড়ব অনিবার্য।


কে তুমি সবুজ বনভূমি উড্ডীন ছায়ার মেঘ 

যে তুমি আকাঙ্ক্ষার অনন্ত আবেগ 

স্বপ্নগুলো এলোমেলো হচ্ছে লাল 

চোখে ভরে চোখ বুনছ নয়নজাল ।।


কল্পনায় দিগন্তের পরিসীমা জুড়ে থাকবই 

থামব না মানব না বারণ প্রেমে পড়বই ,


হৃদয়ের রঙে গড়ব তিলে তিলে 

তোমাকে ছোব আকাশের নীলে,

হাওয়ায় ভাসে ফিরে আসে চোখের কিনারে, 

মানব না বারণ প্রেমে পড়বই বারে বারে ।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

কাব্যধারা-২



শাপমোচন করো হৃদয় অংগন 

হাতজোড়ে মিনতি চাই আশ্রয় শক্ত বাঁধন 

নারী আর পুরুষ একে অন্যের জৌলুস

পারিনা কেন হৃদয় দিয়ে বুঝতে 

রইবনা যেদিন সেদিন ঠিক খুঁজবে

ভীত যেন সবটাই মৃত নীরব নির্বাক 

নতজানু হয়ে চোখের জলে মুছতে দাও দাগ 

ইতিবৃত্ত টানবনা আর ভুলেছি চিরতরে 

লাল গোলাপ দিলাম বাহুডোরে ধরে।

অনিন্দ্য সুন্দর ফুল



ডাকছে আমায় অদ্ভূত মৌন 

ইশারায় যেন মন মনের কথায়

নাড়া দিচ্ছে ব্যাকুল অজানা ইচ্ছে ,

জানা হয়নি কিছুই তবুও আকাঙ্ক্ষার

মালা গাঁথা অবচেতনে সুন্দরীর মিষ্টি 

নয়নে নয়ন গ্রাস না করেই বশীভূত ।






মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

কাব্যধারা -১


শাণিত হচ্ছে বিচ্ছেদে মন সারাক্ষণ 

হাতছানি নিত্য ভাবনা ব্যথার কাহন,

না পাওয়াগুলো আকাংখায় ভরে

পাথরের পরম ছোঁয়া আপন করে

রঙ্গিন সময়ের স্মৃতিরা ডুকরে মরে

ভীষণ কষ্ট সব দুর্বিষহ অনুভব  বিরহ 

নদী তুমি অনন্ত ভালবাসা নও মোহ ।