সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

মন পুড়ে মনে পড়ে



সাগর নদীর এমন উত্তাল ঢেউ
তবুও মন বলছে,
ভাবছে আমায় সারাক্ষণ
 চেয়ে আছে কেউ ।

বহমান নদীর মত
শক্ত মায়া যত ,
কখনও গভীর কখনও নাব্য
বুকের ভিতর শুধু হাহাকারের কাব্য ।

যতই  বয়ে যায়
ততই রয়ে যায়
যতই ফেলে আসি
ততই ধরে আরও বেশি ।

ভাবিনি এমন উত্তাল ঢেউ
আবার আসবে জীবনে
দুকুল ছাপিয়ে সব ভুলানোর
মন্ত্রে ভাসিয়ে নেবে প্লাবনে ।


মন সেই জানে
কিসের এমন প্রবল টানে
সারাক্ষণ চেয়ে থাকে
তোমার পানে ।

যতই মনে পড়ে
ততই মন পুড়ে
দরিয়ার বুকে দেই ছুড়ে

ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন