মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

পাখিরা কাঁদে গাছেরা কাঁদে


পাখিরা কেঁদেছে উড়েছে ছটফটে
রাত কেঁদেছে ভোর কেঁদেছে অকপটে,  
গাছ কেঁদেছে পাতা কেঁদেছে
ঝরে গেছে পত্র বিহীন 
রক্তাক্ত কলঙ্কিত  পনেরই আগস্টের
ভয়াল কালো সেই দিন ।

জ্বলছে চুলো  ধোঁয়া ধোঁয়ায়  চিমনি 
দেবে জুমআ ঘরে শিরনি ,
সারা বাংলায় ঘরে ঘরে 
চলছে মিলাদ দরুদ দুয়া তাঁর  তরে,
যার  কারাবাসে, 
ঘরে ঘরে মা খালা সবাই রোজা 
এমনটা নয়তো পাওয়া এতই সোজা , 
সারা বাংলা আজ উৎকণ্ঠায় উদগ্রীব 
যখন জেগে উঠে নামটি 
বুকে গাঁথা  বঙ্গবন্ধু শেখ মুজিব ।


সমুদ্রের ঢেউয়ের মত বহমান শোক,
জেগে জেগে উঠে সারা বাংলা
ভিজিয়ে দিয়ে যায়   কোটি চোখ ।
আর্তনাদের নেই সীমানা 
নেই  যে আকার
আহা কাঁদে নীরবে  বত্রিশ নাম্বার ।


শিশু রাসেলের আর্তনাদে
আকাশ কাঁদে পাতাল কাঁদে
আহা বাতাস  হয়েছে ভার ,
নিভৃতে ভেসে বেড়ায় আজো  সেই হাহাকার  ।

কোটি বাঙ্গালীর বুক ভেঙ্গেছে 
পিতা তোমার বুকের রক্ত,  
শোক হয়েছে শক্তি 
গড়ে দিয়েছে   পাকাপোক্ত ।

অবিসংবাদিত একক দশক শতকিয়া
সকলের বুকে আশা জাগানিয়া ,
ধনী কি গরীব 
হ্রদয়ের গভীরে সকলে পায়  তারে,
শোষণে বঞ্চনায় ছিলে জরুরী অতীব,
মনের মানুষ  বঙ্গবন্ধু শেখ মুজিব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন