বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

মুন লালনের অনবদ্য সৃষ্টি ও প্রণোদনা : ‘মুক্ত নয়ন মেলে স্বপ্ন দ্যাখো’


অটমনাল মুন যিনি ও ফাতেমা, ক থেকে ক্ষীয় এর মত অসংখ্য জনপ্রিয় ও মনে দাগ দেয় এমন গানের স্রষ্টা । শারদীয় চাঁদের প্রস্ফুটিত মহিমায় প্রানবন্ত হয়ে প্রতিনিয়ত সংগীতের নতুন নতুন ভূবন করে চলেছেন এই ব্যতিক্রমী অপ্রথাগত সুরের জাদুকর । 
ইতোমধ্যে  গীতিকবি দেওয়ান লালনের শক্ত কথার পোক্ত লিরিক এ অটমনাল মুনের যপ করা ধ্যানের এর সংমিশ্রনে ঘটেছে এক অদ্ভুত রকমের ফিউশন এটাকে কেউ বলতে পারেন দ্রবীভূত রসায়ন, কেউ বলতে পারেন সিংকিং বা সংগীতের বেষ্ট বন্ডিং।অটমনাল মুন সম্পর্কে লালনের উপলব্ধি- মুন  সংগীত যপ করেন ,সংগীত বুনন করেন বুকের গভীর থেকে, মুন স্ক্রিপ্ট দেখে গান করেন না কারন স্ক্রিপ্ট থাকে তার মগজে ।
সম্প্রতি এই দুইজনের প্রয়াসে একটি গান একাদশ নির্বাচনের উন্মাদনা ও প্রণোদনা হিসেবে কাজ করেছে , মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গ বন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে ব্যতিক্রমী এই গান টি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে । ‘মুক্ত নয়ন মেলে  স্বপ্ন দ্যাখো’ শিরোনামের এই গানটিতে দল মত নির্বিশেষে সকল কে এক    ব্রতে মুক্ত নয়ন মেলে  স্বপ্ন দেখার এবং এক হাতে সবাইকে   হাত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার সংহতি সাধনের কথা বলা হয়েছে ।  
শেখ হাসিনা যিনি অসময়ের সঙ্গী  ও দুর্দিনের সহযাত্রী তিনি  অবেলা তে শক্ত হাতে লাল সবুজের কাণ্ডারির  হাল ধরে  ভয়াল সাগর পাড়ি  দেন। তিনি অগ্নিকন্যা ,তিনি জানেন সবার   মনের কথা এবং বুঝেন সবার  ব্যাথা । তার মানবতা আর মহানুভবতায় নত হয়ে  তাকে শ্রেষ্ঠ সন্মান ও  নিজেদের সম্প্রদান করার আহবান  । সময়ের দোলাচলে জয় বাংলা শ্লোগানে লক্ষ কোটি প্রাণের উচ্ছ্বাসে আবারো শেখ হাসিনার কাছে প্রিয় বাংলাদেশের কান্ডারীর  ভার অর্পনের আহবান জানানো হয় এই গানে ।
কথা- দেওয়ান লালন আহমেদ
সুর ও কন্ঠ- অটমনাল মুন
ভিডিও সম্পাদনা- জাকির হোসেন

দল মত নির্বিশেষ আছে  যত
সকলেরই হোক এক  ব্রত ,
মুক্ত নয়ন মেলে  স্বপ্ন দ্যাখো
এক হাতে সবাই আজ হাতটা রাখো ।
তিনি অবেলা তে শক্ত হাতে
হাল ধরা কাণ্ডারি
লাল সবুজের পাল তুলে দেন
ভয়াল সাগর পাড়ি ,
তিনি অসময়ের সঙ্গী
দুর্দিনের সহযাত্রী
তিনি অগ্নিকন্যা ,
জানেন সবার মনের কথা
তিনি বুঝেন সবার  ব্যাথা
তিনি জন-নন্দিত নেত্রী
শেখ হাসিনা শেখ হাসিনা
সবার প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনা ।।
শুধু একটাই  আদেশ করো মনোনিবেশ
জানাও তাকে শ্রেষ্ঠ সন্মান ,
তার মানবতা আর মহানুভবতায় নত হয়ে
নিজেকে করে সম্প্রদান ।
তিনি অবেলা তে শক্ত হাতে
হাল ধরা কাণ্ডারি
লাল সবুজের পাল তুলে দেন
ভয়াল সাগর পাড়ি ,
তিনি অসময়ের সঙ্গী
দুর্দিনের সহযাত্রী
তিনি অগ্নিকন্যা
জানেন সবার মনের কথা
তিনি বুঝেন সবার  ব্যাথা
তিনি জন-নন্দিত নেত্রী
শেখ হাসিনা শেখ হাসিনা
সবার প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনা ।।
দোলে ক্ষণ বলো আবার
খুলে প্রান  হও উজাড় ।।
জয়বাংলা স্লোগান  চলুক
লক্ষ কোটি ঠোঁটে,
ইতিহাস গড়ে নেত্রী আবার
জিতবে  বিপুল ভোটে ।
তিনি অসময়ের সঙ্গী
দুর্দিনের সহযাত্রী
তিনি অগ্নিকন্যা
জানেন সবার মনের কথা
তিনি বুঝেন সবার  ব্যাথা
তিনি জন-নন্দিত নেত্রী
শেখ হাসিনা শেখ হাসিনা
সবার প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনা ।















গানটির ভিডিও লিংকঃ-












‘’রুক্ষ মরুর আবাদে
শৈল্পিক জলরাশি
সুর সাধনার ফলনে
তুমি অভিজাত এক চাষী ।

উষ্ণ ভাগাড়েও শস্য ফলাও
  শিল্পের আবাদী
তোমার তুলনা তুমি
মৌল খাটি আদি  ।

চিরহরিতের বনে চষে বেড়াও
সুরের জাদুকরী রাখাল ,
ইন্দ্রজালের মূর্ছনায় তুমি
বুনে যাও স্বপ্নজাল’’

অটমনাল মুন কে ঠিক এভাবেই বর্ণণা  করেছেন গীতিকবি দেওয়ান লালন আহমেদ যিনি ইতোমধ্যে গীতিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন ।  ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে গান লিখেছেন পুলিশের এই কর্মকর্তা। লিখেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের বীরাঙ্গনা মা টেপরি রানীকে নিয়ে।তার লেখা বীরাঙ্গনাশিরোনামের ওই গানের পরই টেপরী রাণী উপহার পান নতুন বাড়ি। 



বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রতি অগাধ ভালবাসা রয়েছে কবি দেওয়ান লালনের। যে কারণে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের চিন্তা চেতনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে উপলব্ধি করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।সবশেষ চলতি বছরের শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধু শিরোনামে দেওয়ান লালন আহমেদের গানের ভিডিও নির্মিত হয়। পার্পল ভিশনের ব্যানারে গানটি প্রকাশিত হয় জি সিরিজের ইউটিউব চ্যানেলে।সাজেদ ফাতেমির অসাধারণ সুরে গানটি গেয়েছেন ফিডব্যাক এর জনপ্রিয় ভোকালিষ্ট লুমিন।














গীতিকবি লালনের লেখা ও অটমনাল মুনের সুর করা গান গুলো - 



*মা -যতই বলো বেশি কিংবা অল্প ,সারাদিন বললেও শেষ হয় না মায়ের গল্প ,

* বাবা- সবখানে বাবা আমার বাবা ,

* স্বপ্ন সুখের ঝুলি

* এখনও আমার পাসওয়ার্ড তুমি

* চাঁদের নদী সর্বগ্রাসী

* মায়াজীবী -যোজন যোজন দূরে

* বুকের ভিতর আরেকটি বুক

*ভুল অংক

*ভাল থেকো আমার দেয়া মায়াগুলো

*শুভ জন্মদিন

* গায়ের রঙ না মনের রঙ

* বিমূর্ত অনুভব

মুক্ত নয়ন মেলে  স্বপ্ন দ্যাখো' 

 এই লিরিক গুলোর অসাধারণ কথায় মুন  বানিয়েছেন তার জাদুকরী সুরের এক মোহনীয় সম্ভার , গান গুলো আনরিলিজড এবং খুব শীঘ্রই তা একে একে রিলিজ হবার প্রক্রিয়া চলছে ।

সেই সাথে আসছে মুন লালনের ফিউশন চ্যানেল- মুন লালনের শোকেস । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন