রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

চলে যাওয়া মানে কেটে ফেলা নয়



চলে যাওয়া মানে
দড়ি কাটা  নয়,
দড়িতে কাছে টানে
হৃদয় থেকে হৃদয় |

মায়াকে পেতে চাওয়া
নয় তো তপ্ত হাওয়া 
পাওয়া না পাওয়া
তবুও আসা যাওয়া |

চলতি পথে মনের সাথে 
এমন করে মনের ঘরে ,
জুড়েছে যে অচেনা মায়া 
হয়েছে সে নিত্যদিনের ছায়া |

নিত্যকার সেই ছায়া জাগায় কায়া 
কায়ার মাঝেই বাঁচে মায়া ,
মায়াকে পেতে চাওয়া 
পাওয়া না পাওয়া
তবুও আসা যাওয়া |

চলে যাওয়া মানেই চোখ ভেজা 
কাছে পাওয়া মানেই তরতাজা ,
দু:খ মালায় মন ভারাক্রান্ত
যেন বক্ষ উজাড় সর্বস্বান্ত | 

(জল বিরল বহে অবিরল সেই মায়ার তরে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন