সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

চাঁদ রাতে চাঁদের হাটে



   ১)


 চাঁদের হাট

আমার আকাশের
অল্পখানি ছাদ
ছুঁয়ে আছে অনাহারী
এক নিষ্পাপ চাঁদ ।

জেগেছে অদ্ভুত লালিমা
উবে দিয়ে অশনি কালিমা, ,
আলো আধারির ফাঁদ
ডাকে আমায় বিবাগী চাঁদ ।

রাতটুকু যাবে উচ্ছন্ন
পূর্ণিমার আলো প্রচ্ছন্ন,
শীতল রাতে হাঁসে বিরান মাঠ
আলোর ফোয়ারার বিচ্ছুরণে বসে চাঁদের হাট ।



  ২)
জোছনা-ফুল



নেই ছিটেফোঁটা জল
নেমেছে জোছনার ঢল,
জোছনা ঢালি জোছনায় ডুবি
জোছনা মাখি জোছনায় স্নান নিরবধি ।


জোছনার বন্যায়
কারো ঘর নাই ,
বাধ ভেঙ্গেছে আজ
জোছনা ফুলের সাজ ।

উচ্ছন্নে যাক আজ জাত কুল
জোছনা বনে লেগেছে দোল,
জোছনা সে যে সর্বনাশী
জোছনা এযে সর্বগ্রাসী ।

জোছনা করেছে বিবাগী
জোছনায় হলাম গৃহত্যাগী সন্ন্যাসী ,
এসো সবাই হই বন্য
জোছনায় ভাসে অরণ্য ।


৩)

চাঁদ রাতে চাঁদের হাটে

নিশুতি পাখি
তোমার সাথে জাগি
ডানা মেলি একসাথে
এই চাঁদ রাতে ।

হবে চন্দ্রকথা
জোছনার পাঠে
এসো মিলি
এই চাঁদের হাটে ।

আলো ছায়ার মিতালী
চাঁদ রাঙ্গা রুপালী ,
সবুজ বনে বর্ণালী
চাঁদ উঠে এক-ফালি ।

যুগ যুগ হয়ে
থাকুক হংসমিথুনে
চন্দ্র-পক্ষ কৃষ্ণপক্ষ
লাগেনা তুমি বিহনে ।


কে তুমি রাধা হও
জনম জনমে
কে তুমি হৃদয়ে থাকো
ভ্রমে বিভ্রমে ।

কে তুমি বনের রাধা
 মনেতে বনমালী
মালা গাথো সেথা
শিউলি বকুল শেফালি ।

(উৎসর্গ- প্রিয়বন্ধু ইলতুৎমিশ কে পদোন্নতির ট্রিট নিতে এসে এই কবিতাগুচ্ছ দিয়ে গেলাম , চাঁদের ছোঁয়াতে সাতক্ষীরাতে )





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন