রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

কটকা নিসর্গ










     ১)

কটকা নিসর্গ



শিকার পেয়ে চিৎকার
হরিণের ঘাড় মটকা
অভয় এই রাজ্য আমার
নাম তার কটকা ।

বাংলার রাজকীয় ব্যাঘ্র গর্জে
জঙ্গলে সক্রিয় উগ্র সে তার রাজ্যে
বনের গভীর শোভিত জমিন
ধীরে স্থির চপলা হরিণ ।

হরিণী চোখ মন চুরি
তটিনী মুখ বন সুন্দরী,
ছায়ায় সরষে সুন্দর
মায়ায় হরষে অন্তর ।

গহীন বনে আনন্দিত ব্যাঘ্র এক্ষণে
শিকার চলে ত্বরিত সন্তর্পণে ,
ব্যাঘ্র বিরাজে বিচক্ষণ
খুঁজে শিকার সারাক্ষণ
ব্যাঘ্র সানন্দ অশেষ
যেন পেয়েছে মিঠাই সন্দেশ ।









    

































২)

কটকা উপকূল


সাগরের তীরে
ঘরবাড়ির নীড়ে
আজো আছে চিহ্ন
জলোচ্ছ্বাস সাইক্লোন করেছে ছিন্ন ভিন্ন ।
ঝাউ-বনে ছোপ ছোপ পায়ের দাগ
বাঘ আর হরিণ খুব সজাগ,
বাঘের সাথে সখ্য
চিরছির লতা নাম বাঘ বৃক্ষ ।

সিডর আইলাতে
উপরে ফেলেছে একসাথে
বহুকালের ছায়া-বৃক্ষ
এখানে মৃত রুক্ষ ।







     ৩) 
দুবলার চর



জীব বৈচিত্র্য
বিশ্ব ঐতিহ্য
বিশ্বে সর্ববৃহৎ আয়তন
ম্যানগ্রোভ সুন্দরবন ।

নদী সাগরে জলে খালে পাড় করে
করমজল হারবারিয়া দুবলার চরে,
ভেসে ভেসে সুন্দর মুহুর্তক্ষন
রাসমেলা রাসলীলা সাঙ্গ হাওয়া জলের সংমিশ্রণ । 

সবুজের সাথে আহা এই রাতে
জলের সাথে বনের সন্তরণ
গেওরা গরান সুন্দরী
আহা সুন্দরবন ।




(ডিএফও মাহমুদুল ভাই কে উৎসর্গীকৃত )





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন