শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

থাকুক স্নিগ্ধ আবেশ




মেঘের ছায়ায় কাশফুলের শুভ্রতায়

জোছনার আঙিনায় 

কোকিলের কুহুতায় 

ঘাসফুলের বাসনায় 

থাকুক না একটু রেশ 

মনের গোপন আবেশ ।।


যৌথ ঘর ছিল চিরদিন 

মুগ্ধতায় ভরা রঙিন,

জোয়ারের জলোচ্ছ্বাসে 

হঠাৎ গেছে ভেসে ।

 তবু থাকুক একটু রেশ 

মনের গোপন আবেশ ।।


ভেসে গেছে হৃদয় সবুজ আশ্রয়

ভেসে গেছে বুকে ফোটা নীলপদ্ম,

থেমে গেছে স্পন্দন 

যন্ত্রণায় বিঁধে মন স্তব্ধ ।

থাকুক সম্পর্কের স্নিগ্ধতার রেশ 

মনের গোপন আবেশ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন