শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

মানব না বারণ প্রেমে পড়বই

 

টুকরো টুকরো গল্প কবিতা 

ভরছে খাতার পাতায় পাতায়, 

চোখ বুজলে আঁধারে মুখচ্ছবিটা

 অনুভূত সদা মোহ মায়ায় ।


প্রেমে পড়ব শুনবো না বারণ 

বুকে ধারণ পরিবর্তন  আচরণ,

প্রেম পড়তে লাগেনা কারণ

শুনবো না বারণ 

ফুল কুঞ্জে ভ্রমরা করো না বিতাড়ণ ।।


অচল পাহাড়ের ভেতর কে দিল জল 

যেন উপচে পড়ছে হৃদয়ের সহায় সম্বল 

প্রেম পড়ার হাজার ছল প্রেমের কলা কৌশল 

কারণ ছাড়া কার্য প্রেমে পড়ব অনিবার্য।


কে তুমি সবুজ বনভূমি উড্ডীন ছায়ার মেঘ 

যে তুমি আকাঙ্ক্ষার অনন্ত আবেগ 

স্বপ্নগুলো এলোমেলো হচ্ছে লাল 

চোখে ভরে চোখ বুনছ নয়নজাল ।।


কল্পনায় দিগন্তের পরিসীমা জুড়ে থাকবই 

থামব না মানব না বারণ প্রেমে পড়বই ,


হৃদয়ের রঙে গড়ব তিলে তিলে 

তোমাকে ছোব আকাশের নীলে,

হাওয়ায় ভাসে ফিরে আসে চোখের কিনারে, 

মানব না বারণ প্রেমে পড়বই বারে বারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন