শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

নি:সঙ্গ পাথরের কান্না

  


বিজন ভাবনা প্রেম যাতনা 

শুনতে পাও পাথরের কান্না 

হলুদ হওয়া সবুজ ঘাসে 

মাটিতে জলে বাতাসে ।


উতলা মন অস্থির 

পরম পিপাসায় চৌচির 

কোমলতা শক্তের ভেতর 

স্নেহ মোহ মায়া-হীন পাথর।


যেন সুনীল সুতনু 

হয়েছে বিবর্ণ রংধনু

পরাগ-রেণু উড়ায় না প্রজাপতি

পাথরের বুকে জলের আর্তি।


হয়নি সবুজটুকু ছুঁয়ে দেখা

নি:সঙ্গ পাথর ভীষণ একা

এতো গল্প এতো দ্বিধা সংশয় 

হত যদি সুখের সাথে একটু পরিচয় ।


নীরবে নিভৃতে প্রেম-কাতর 

একটা বিষণ্ণ পাথর  

কুসুম কোমল বুকে 

শক্ত টুকুই পড়ে চোখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন