বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

চিরতরে ফেলে দাও আত্মহত্যার নষ্ট পোকা




  ১)
জীবন অনেক সুন্দর

প্রানপ্রিয় পিতামাতার 
ভালবাসার অবদান,
তোমার জীবন 
অনেক মুল্যবান,
চোখ মেলে দেখো 
পৃথিবী অনেক সুন্দর
তাতে ভরুক তোমার অন্তর ।

সৌন্দর্যের কাছে আসো,
নিজেকে ভালবাসো,
নিজ সত্ত্বা কে ভুলোনা
নিজেকে মেরে ফেলোনা ।


  ২)
জাগো তোমার ভিতরের অসীম শক্তি

মান অভিমান লোভ
প্রতারণা আসবেই,
যে যার খারাপ কর্মের
অধর্মটা ফেরত পাবেই ।

তবে কেন এত বিষন্নতা
এ যে বড়ই মর্মদায়ক অসাড়তা ।

দেখো ঐ যে রুপালী চাঁদ
উড়িয়ে দাও সবটুকু বিষাদ,
হবেনা দুর্বল বাড়াও ধৈর্য
দেখো উঠেছে ঐ যে বলবান সুর্য

ঐ যে দেখো নদী
প্রশান্তি হয়ে বইবে নিরবধি,
অবগাহন করো তাতে
মনের জ্বালা মেটাও একসাথে

ঐ যে দেখো সবুজ বনানী
তাতে বুকভরা জীবন্ত শ্বাস
নেবার হাতছানি ।
সব কিছুই তোমাকে করেছে সুন্দর
সবকিছুতেই ছুঁয়ে যাবে অন্তর,

নিজকে হনন করে
কেন তুমি মিথ্যার দায়ী
নিজেকে জাগিয়ে হও তুমি বিজয়ী ।   

নিজেকে মারলে
তো নিজের কাছে হারলে,
দুঃশ্চিন্তা আর বিষন্নতা
তোমায় দিচ্ছে মিছে আবেগময়তা,

তোমাকে যে ব্যাথা দিয়েছে
তাকে ভেবোনা যথার্থ
জেনে রেখো ব্যাথাটি
ছিল তার স্বার্থ ,
তাইতো নিজেকে মেরোনা
আত্মবিশ্বাস ছেড়োনা ।



৩)


  হ্রদয় সবচেয়ে বড় আশ্রয়

তোমার নিজের হ্রদয়
সবচেয়ে বড় আশ্রয়,
ভেবোনা নিজেকে একা নিঃস্ব
তোমার ভিতরের অসীম আলো
বের করে দেখাও পুরো বিশ্ব ।

নিজেকে মেরোনা 
এ শুধু চিরদিনের পরিতাপ
আত্মহত্যা বর্বরতা 
অনৈতিক মহাপাপ,

ভাবো তোমার সন্তান
তুমি ছাড়া তাদের প্রান,
ভাবো তারা পিতা কিবা মাতাবিহীন
কে দেবে ভালবাসা কে করবে
 তাদের জীবন রঙ্গিন ।

ভাবো তোমার ভাই বোন
মনের জন আত্নীয় স্বজন
ভাবো এই পৃথিবীর
 সবচেয়ে আপনজন
তোমার প্রানপ্রিয় মা বাবা
সবাইকে কেন দিবে বিষাদ
আর সারাজীবনের বিচ্ছেদের আভা ।


৪)
তোমার সাথে বাঁচে হাজার জন

নিজেকে জিজ্ঞেস করো-
আমরা কি শুধুই 
নিজের জন্য বাচি?
হাজার জীবন সাজাই
আমরা তারপরে নিজে সাজি,

নিজের ভিতর নিকটজনের
 দেওয়া কোন কষ্ট
সারাক্ষন দুঃশ্চিন্তা আর
 অস্থিরতা স্পষ্ট,

ভেবে দেখো তা ধোকা
নিজ মানুষের খারাপ কর্ম
বানায় তোমায় বোকা ,
উত্তেজনায় আবেগে উড়ছে
 শুধুই কালো মেঘ
অচেনা এক সত্ত্বা
তোমার মাঝে ঠেলছে
তোমায় শেষ করতে
 নাড়া দিচ্ছে  প্রবল বেগ ,

হয়োনা বোকা খেয়োনা ধোকা
মাথা থেকে চিরতরে ফেলে দাও
 আত্মহত্যার এই নষ্ট পোকা,
নিজেকে মেরোনা এ শুধু চিরদিনের পরিতাপ
আত্মহত্যা বর্বরতা অনৈতিক মহাপাপ ।






       



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন