রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

My mother, the goddess heroine of war

  




She got married just before the war 71 at her age of 16. The color of Hena in her hands, the dreams in her eyes were still alive. But where she has lost those? When?

The war is still flowing 
Her struggle continues As if depicted in the war. The victory makes everyone laughter Never rises her happy star

Made of the lust of inveterate no kind 

Hostile to the body & mind
The war is in the heart 
The poisonous torture of torture with  all 
The violence of torture is the sad saga.

   Time is  brutally lamenting

   With the pain of  torture insisting 
   Heartbreaks down and  shaking 
   Apathy sorrowful mind blowing 

 Oh My mother,  oh my  goddess, oh my nest 

 The heroine of the war, my mother you are the best.

In May 1971, the razakars came and handed her to the killer Pakistani  concentration  camp,
Three days in the red, blue  sting 
Like the dark night was lamenting, 
Sky gets  onerous & heavy  
Wind turns tremendously  weighty, 
Camp Sialdanggi sobs in siege heavily.

Tears flow fresh blood spraying
Stuck in the brutality of torture mankind shying 
Nine months of torture moaning, 
Bad memories of miserable are unfortunate limitless.

Oh My mother,  oh my  goddess
Oh My mother,  oh my  goddess, oh my nest 
The heroine of the war, my mother you are the best.



Bleed blood in priceless price
Builds strong joint 
Holy soil in the spirit of heroic self

Your bounty is worthless.

Oh My mother,  oh my  goddess, oh my nest 
The heroine of the war, my mother you are the best.



অনুবাদ-


একাত্তরের একটু আগে ষোলোতে মেহেদী রাঙ্গিয়ে বিয়ের পিঁড়িতে কত স্বপ্ন সাধ আহলাদে আঁকে
হারিয়ে গেল তা কোথায় কোন ফাকে –

যুদ্ধে এখনও বইছে
যেন যুদ্ধে রচিত জীবনধারা
বিজয়ে সবাই হাসে
উঠে না তাদের শুকতারা  ।

হানাদারের লালসায় তৈরি
মনের সাথে দেহের বৈরি
যুদ্ধ ভরেছে মনের ব্যাথা
নির্যাতনের বিষাদগাঁথা ।

সময়ের  লাঞ্চনা হাহাকারের যন্ত্রনা
বুক ভেঙ্গে যায় কেপে কেঁপে উঠে
আমার মা জননী বীরাঙ্গনা
ও আমার মা জননী বীরাঙ্গনা  ।

একাত্তরের মে তে রাজাকারেরা এসে
তুলে দেয় হানাদারের কাছে ঠেসে,
তিন দিনের লাল নীল
রঙের দংশনে রাত্রি,
আকাশ ভারী বাতাস ভারী
কাঁদে ক্যাম্প শিয়ালডাংগী ।

অশ্রু ঝরে রক্ত ঝরে টাটকা
নির্যাতনের নির্মমতায় আটকা
নয় মাসে নির্যাতনের মেলেনা অংক
দুঃসহ স্মৃতি দুর্বিষহ অসংখ্য ,

সময়ের  লাঞ্চনা হাহাকারের যন্ত্রনা
বুক ভেঙ্গে যায় কেপে কেঁপে উঠে
আমার মা জননী বীরাঙ্গনা
ও আমার মা জননী বীরাঙ্গনা  ।

কিনে অমূল্য দামের রক্তে
ভিত গড়েছে শক্তে
বীরকন্যার আত্মত্যাগে পবিত্র মাটি
তোমাদের অমুল্য দানে  খাটি  ।

সময়ের  লাঞ্চনা হাহাকারের যন্ত্রনা
বুক ভেঙ্গে যায় কেপে কেঁপে উঠে
আমার মা জননী বীরাঙ্গনা
ও আমার মা জননী বীরাঙ্গনা  ।

(১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা টেপরি রানী যার   পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে পাকিস্তানী সেনা ও রাজাকাররা ইচ্ছামতো নির্যাতন করত। সবার কথা চিন্তা করে সব মুখ বুজে সহ্য করেছেন। তাকে মেরে ফেলার জন্য তিনি পাকিস্তানী সেনাদের বারবার আকুতি করেছিল কিন্তু তারা তা করেনি। আত্মহত্যা করে জীবন বিপন্ন করতে তিনি চাননি। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি রানী যিনি একজন বীরাঙ্গনা মা জননী তার প্রতি বিনম্র সালাম, জাতি আপনার এই সর্বোচ্চ আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে  )


https://www.youtube.com/watch?v=yno-HGjmGLA








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন