মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

ডাঃ রাকিবুল ইসলাম লিটু দীপালোক অনির্বাণ





ঝাল মুড়ি ভালবাসা
পকেটের পয়সাতে
কিনে রোগীর আরোগ্য  আশা ,
উপাধি অতি সামান্য অসামান্যের জন্য
মানুষের হৃদয় জয় সামান্য নয়
গরীব দুঃখীর জন্য  ভালবাসা অবিরাম
মানবতার জন্য  সংগ্রাম
কে  দিতে পারে  এমন আকার
গরীবের ডাক্তার গরীবের ডাক্তার

মরে গিয়ে আবার জন্মে
হৃদয় ছোঁয়া সব কর্মে
সবুজ বৃক্ষ হয় কয়জনে
শাখা প্রশাখা ছড়িয়ে বাঁচে
থাকে মানুষের কাছে
মানুষের মনে মনে ;

 সেই নামের শব্দগুলো রোজ
অসহায় মানুষেরা করছে  খোঁজ
রাকিবুল ইসলাম লিটু
 শুদ্ধ আত্মার নতুন মাত্রা
যুগ যুগ বাঁচে  মানবতার যাত্রা
নদী মাতার মত তিনি বহমান
চির অম্লান কর্মে  মহান ;

আজ তিনি পাশে নেই
 তবুও যেন আছে
বসে তিনি ঠিক আমার কাছে ;
সমবেত সকলের হাত চোখে
স্মরণের আনন্দ আর শোকে ;

রাকিবুল ইসলাম লিটু দীপালোকে অনির্বাণ
এমন মানদ দরদী যুগ যুগ করি সন্ধান,
 আজ আমি মুগ্ধ আজ  সবচেয়ে প্রীত
তোমার বন্ধু হয়ে  হলাম যে সম্মানিত 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন