সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

একটা প্রেমের সংগীত





একটা  প্রেমের সংগীত
এতে আনন্দ ধারা আছে নিহিত ,
জীবন শুধু  তুচ্ছ অল্প
তোমার আমার গল্প ।।

কিছু হারান কিছু পাওয়া
জীবন মানে আসা যাওয়া
তবু চুরি করতে হয়
জীবন থেকে সময় ,

কেউ নদীর স্রোত
 কেউ নদীর  কিনারা
পাশে  অবলম্বন অবিরত
 অসহায়ত্বের সাড়া ।

চোখেতে মহাসাগর অতল
ভরে আছে তাতে আশার জল
ঝড় আসে ঝড় চলে যায়
থামিয়ে রাখার নাই উপায় ,

ঠেকাতে অক্ষম
প্রকৃতির অমোঘ নিয়ম ,
মেঘের ঘর্ষনে আসে বিদ্যৎ
শেষ হয় করা যায় না মজুত ,
থাকে তার ছায়া
থাকে শুধু মায়া
হয়ে থাকে দাগ
শুধুই ছায়ার ভাগ ।

Inspired by Anondo Santosh




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন