সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

পায়রা ও পিঁপড়া





পিঁপড়া বনের ধারে
আরামে বসবাস করে 
খাবারের খোঁজে ছোটে 
গাছ বেঁয়ে উঠে ।

হঠাৎ ঝপাত পাছে
পানিতে পড়ল কাছে
চিৎকার গিয়ে ঠেকে
পায়রা চেয়ে দেখে,

পিঁপড়া পানির আড়ালে
পাতা ফেলে বাড়ালে,
ডূব দিয়ে থেকে
পাতাখানি পিপড়া দেখে ,
পাতায় উঠে লড়ে
ডাঙ্গায় এসে পড়ে  ।

খুশিতে পিঁপড়া নাচে
খুঁজে পায়রা পাছে
জীবন বাঁচালে পক্ষী
বন্ধু তুমি লক্ষী ।

পায়রার কাছে আসে
জরিয়ে ধরে হাঁসে ।
এই কথা শোনো
বিপদে পড়লে কোনো
উড়ে দৌড়ে গিয়ে
বাঁচাব জীবন দিয়ে ।

বেশ কিছুদিন পরে
পিপড়া ছুটে চলে,
 দুটি পা দাড়াল
পিঁপড়া তাই খাড়াল
শিকারীর হাতে তীর
তাক করেছে স্থির,

পায়রা বসেছে ডালে
শিকারীর তীর আড়ালে
যেই শুধু বাড়ালে
পিপড়া জোরে কামড়ালে,

কামড়ে চিৎকার করে
পায়রা দেখল ভিতরে
ছোট পিঁপড়ার চেষ্টায়
রক্ষা পেল শেষটায় ,

পিঁপড়া পায়রা রবে
চিরদিনের বন্ধু হবে
সারাবেলা আসতে যেতে
দুজনেই রইল মেতে ।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন